যেভাবে হ্যান্ড পেইন্ট শাড়ির যত্ন নিবেন

হ্যান্ড ও পেইন্ট এই দুইটি শব্দ নিয়ে গঠিত হ্যান্ড পেইন্ট। হ্যান্ড অর্থ হাত এবং পেইন্ট অর্থ রং করা। শিল্পী মনের মাধুরী মিশিয়ে যে রঙিন চিত্র ফুটিয়ে তুলে তাকে হ্যান্ড পেইন্ট বলে। হ্যান্ড পেইন্টিং সাধারণত ক্যানভাস, কাগজ, কাঠ কিংবা কাপড়ে করা হয়ে থাকে।

আলমারির আর দশটা দামি শাড়ির সঙ্গে মেলানো যাবে না হ্যান্ড পেইন্ট শাড়িটি। কারণ এই শাড়ি একটি ক্যানভাস যেখানে তুলির ছোঁয়ায় স্বপ্ন বাস্তবে রূপ পায়। হ্যান্ড পেইন্টিং করা কাপড় ধুলেও রং উঠে না। যেহেতু রংগুলো কাপড়ে ব্যবহারের জন্যই তৈরি করা হয়ে থাকে, তাই হ্যান্ড পেইন্টিং করা কাপড় ধুলেও রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না।

জেনে নিন হ্যান্ড পেইন্ট শাড়ির সংরক্ষণের কিছু ঘরোয়া নিয়ম:

১. কাপড়কে বিভিন্ন ধরনের পোকামাকড় ও ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে নিমপাতা। তাই নিমপাতা ভালোভাবে শুকিয়ে হ্যান্ড পেইন্ট শাড়ির ভাঁজে ভাঁজে রেখে দিতে হবে।

২. কড়া রোদ কাপড়ের জন্য খুবই ক্ষতিকর, তাই সম্ভব হলে হালকা রোদে অথবা যেখানে প্রচুর আলো বাতাস যাওয়া আসা করে সেখানেই হ্যান্ড পেইন্ট শাড়ি শুকনো ভালো।

৩. হ্যান্ড পেইন্ট করা যেকোনো কাপড়ই ড্রাই ওয়াশ করা ভালো। হ্যান্ড পেইন্ট করা কাপড় গরম পানিতে না ধুয়ে সাধারণ তাপমাত্রার পানিতে ধোয়াই উত্তম। এতে রং নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়।

৪. অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান এড়িয়ে শ্যাম্পু বা মাইল্ড কোনো ডিটারজেন্ট ব্যবহার করা ভালো। এতে রংয়ের কোনো ক্ষতি হবে না।

৫. হাতে আঁকা যেকোনো কাপড় রং করার উল্টো দিকে আয়রন করতে হবে।

উপরের নিয়মে আপনার হ্যান্ড পেইন্টিং করা কাপড়টির যত্ন নিতে পারলে কাপড়ের রং দীর্ঘস্থায়ী হবে। অনেক বছর ব্যবহারের উপযোগী থাকবে। খুব সাধারণভাবে এই নিয়মগুলো মানলেই পছন্দের হ্যান্ড পেইন্ট শাড়িটি ভালো থাকবে দীর্ঘদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *