শাড়ি পড়ার সহজ উপায়

আপনি যদি শাড়ি পরতে চান তবে কোন জুতাটি আপনি পরবেন তা আগে ঠিক করতে হবে। কারণ আপনার জুতার উপর নির্ভর করবে যে আপনি শাড়িটি কতটুকু লম্বা করে পড়বেন। শাড়ি পরার আগে আপনাকে শাড়ির সাথে ম্যাচিং করে সেই কালারের পেটিকোট নিতে হবে। আপনার শাড়ি যতটুকু লম্বা হবে আপনাকে ততটুকু লম্বা করে পেটিকোট পরতে হবে।

শাড়ি পড়ার ৪ টি ধাপঃ

১। কোমরের চার দিকে শাড়ি গুজুন
আপনি শাড়ি পরার প্রথমে শাড়ির আচলের অপর পাশ আপনার কোমরের চার দিকে গুজতে থাকবেন। এমনভাবে গুজবেন যেন আপনার শাড়ির আচল বাহির পাশে থাকে। আপনি শাড়িটা একবারে গুজে ফেলার চেষ্টা করবেন না। তাহলে আপনার শাড়িটা অগোছালো দেখাবে।

২। তারপর কুচি দিবেন
এবার আপনি শাড়িটি আপনার নাভির বাম পাশ দিয়ে পেচিয়ে নিবেন। কিন্তু আপনি যখন আপনার নাভির ডান পাশে আসবেন তখন থেমে যাবেন। এভাবে আপনি পরপর ৫–৬ টি প্লিট দিতে থাকবেন। তার পর আপনি সবগুলো প্লিটের মাথা এক সাথে ধরবেন এবং ভালোভাবে গুছিয়ে নিবেন। এবার প্লিটের মাথা আপনার পেটিকোটের ভিতর গুজে নিবেন।

৩। প্লিট গুলো গুছিয়ে নিন
আপনি সবগুলো প্লিট এক সাথে ধরবেন। তারপর একটি সেফটি পিন দিয়ে প্লিটগুলো পিন করে দিবেন। যাতে প্লিটগুলো ভাজ হয়ে থাকে। এবার প্লিটগুলো নিচ পর্যন্ত গুছিয়ে নিবেন। আপনি প্লিটে পিন মারার সময় মনে রাখবেন যে, পিন যেন আপনার নাভি থেকে ২০ সে মি দূরে থাকে।

৪। আচঁল ঠিক করুন
আপনার বাকি শাড়িটা এবার আপনি আপনার বাম কাধেঁর ওপর ছড়িয়ে, পিন লাগিয়ে নিবেন। এভাবেই আপনি সুন্দর করে শাড়ি পরে ফেলতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *